দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় এবং দুর্গোৎসবের দ্রব্য

দুর্গাপূজায় কোন কাজগুলো করলে পাপ হবে আর কি করলে পুর্ণ হবে জেনে রাখুন। এ বছরের নতুন পুঁজোয় সনাতনীর সঠিক পন্থায় ধর্মীয় পুস্তক ও জ্ঞান অনুসারে মা দুর্গার আশির্বাদ নিয়ে আসুন আমরা আজ কিছু করে দেখাই। দেবীর পুজোর স্থান এখন বিনোদন আর বিধর্মীদের বিতর্কের স্থান হয়ে গেছে। তাই এখুনি সময় দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় নিয়ে ভাববার। ★NB★দয়াকরে নিচের পোষ্টটি পড়বেন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিবেন। যাতে সনাতনীরা আবার মাথা উঁচু করে সবসময় সেরাই থাকতে পারে। দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় এবং দুর্গোৎসবের দ্রব্য দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় ১# মা দুর্গার প্রতিমা নির্মাণে শালীনতা ও শ্রদ্ধার প্রতি গুরুত্ব দিন: দুর্গা পূজা হলো শক্তি আর মাতৃরূপের আরাধনার মহোৎসব। তাই প্রতিমা নির্মাণের সময় পূজা কমিটির সঙ্গে আলোচনা করে নিশ্চিত করুন যে মায়ের মূর্তি পূর্ণাঙ্গ শালীনতা ও ভাবগাম্ভীর্য বহন করে। প্রতিমার সাজ-সজ্জা ও পোশাক যেন মাতৃদেবীর মাহাত্ম্যকে সমুন্নত রাখে—অর্ধনগ্নতা বা বলিউডি নায়িকা/মডেলদের মতো অশ্লীল বা অসংযত পোশাক এড়িয়ে চলাই উত্তম। প্রতিমার অবয়ব নির্মাণেও...