Posts

দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় এবং দুর্গোৎসবের দ্রব্য

Image
দুর্গাপূজায় কোন কাজগুলো করলে পাপ হবে আর কি করলে পুর্ণ হবে জেনে রাখুন। এ বছরের নতুন পুঁজোয় সনাতনীর সঠিক পন্থায় ধর্মীয় পুস্তক ও জ্ঞান অনুসারে মা দুর্গার আশির্বাদ নিয়ে আসুন আমরা আজ কিছু করে দেখাই। দেবীর পুজোর স্থান এখন বিনোদন আর বিধর্মীদের বিতর্কের স্থান হয়ে গেছে। তাই এখুনি সময় দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় নিয়ে ভাববার। ★NB★দয়াকরে নিচের পোষ্টটি পড়বেন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিবেন। যাতে সনাতনীরা আবার মাথা উঁচু করে সবসময় সেরাই থাকতে পারে। দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় এবং দুর্গোৎসবের দ্রব্য দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয়  ১# মা দুর্গার প্রতিমা নির্মাণে শালীনতা ও শ্রদ্ধার প্রতি গুরুত্ব দিন:  দুর্গা পূজা হলো শক্তি আর মাতৃরূপের আরাধনার মহোৎসব। তাই প্রতিমা নির্মাণের সময় পূজা কমিটির সঙ্গে আলোচনা করে নিশ্চিত করুন যে মায়ের মূর্তি পূর্ণাঙ্গ শালীনতা ও ভাবগাম্ভীর্য বহন করে। প্রতিমার সাজ-সজ্জা ও পোশাক যেন মাতৃদেবীর মাহাত্ম্যকে সমুন্নত রাখে—অর্ধনগ্নতা বা বলিউডি নায়িকা/মডেলদের মতো অশ্লীল বা অসংযত পোশাক এড়িয়ে চলাই উত্তম। প্রতিমার অবয়ব নির্মাণেও...

অপরাজিতা স্তোত্রম (Aparajita stotram in bengali)

Image
অপরাজিতা স্তোত্রম অপরাজিতা স্তোত্রম হলো এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী স্তোত্র যা দেবী দুর্গার অপরাজিতা রূপে স্তব করে পাঠ করা হয়। এটি বিশেষত বিজয়া দশমী বা যুদ্ধে জয়লাভের জন্য, বিপদ থেকে রক্ষা পেতে, ও আত্মরক্ষা শক্তি বৃদ্ধির জন্য পাঠ করা হয়।  অপরাজিতা পূজা পদ্ধতি ওম  লওপরাজিতায়ৈ নমঃ। অস্য অপরাজিতামন্ত্রস্য বেদব্যাস ঋষির নুষ্ট পছন্দঃ শ্রীঅপরাজিতা দেবতা ঐং বীজং হ্রীং শক্তিস্ম সর্ব্বকামার্থসিদ্ধর্থং জপে বিনিয়োগঃ। অপরাজিতা স্তোত্রম  ধ্যান -ও নীলোৎপলদলশ্যামাং ভুজগোভরণোজ্বলাম। বালেন্দুমৌলিনীং দেবীং নয়নাত্রিতয়ান্বিতাম্। শঙ্খচক্রধরাং দেবীং। বরদাং ভয়নাশিনীম্। পীনোবুঙ্গস্তনী শ্যামাং বরপদ্মসুমালিনীম্। (ইতি ধ্যাত্বা পঠেৎ)- ও মার্কেণ্ডেয় উবাচ-শৃণুধ্বং মুনয়ঃ সর্ব্বে সবর্বকামার্থসিদ্ধিদাম্। অসাধ্যসাধিনীং দেবীং বৈষ্ণবীমপরাজিতাম্।ওঁ নমো ভগবতে বাসুদেবায়, নমোহনস্তায় সহস্রশীর্ষায় ক্ষীরোদার্ণবশায়িনে শেষভোগপৰ্য্যঙ্কায় গরুড়বাহনায় অজায় অজিতায় অমিতায় অপরাজিতায় পীতবাসসে, বাসুদেব-সঙ্কর্যণ-প্রদ্যুম্নানিরুদ্ধ হয়গ্রীব-মহাবরাহা-চ্যুত নৃসিংহ-বামন-ত্রিবিক্রম-রাম-রাম-শ্রীরাম- মৎস্য-কুৰ্ম্ম-বর প্রদে নমো...